বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

২১ February ২০২৫ Friday ৪:৪২:১১ PM

Print this E-mail this


ক্যাম্পাস প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুক্রবার এ উপলক্ষে সকাল ৯টায় উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিনের নেতৃত্বে প্রভাত ফেরি সহকারে বিশ্ববিদ্যালয় পরিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমবেত হন।

এরপর পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অন্যদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য। এদিকে দিবসটির তাৎপর্য তুলে ধরতে এদিন সকাল সাড়ে ১০টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘আমরা যখন ভাষা দিবসের কথা বলি তখন অন্যভাষার প্রতিও আমাদের শ্রদ্ধাবোধ জাগ্রত হয়। সে জায়গা থেকে আমাদের দেশে যত আঞ্চলিক ভাষা আছে, বিভিন্ন নৃ-গোষ্ঠীয় ভাষা রয়েছে সেগুলোকে আমাদের সংরক্ষণ করতে হবে। যা আমাদের সংস্কৃতির মধ্য দিয়ে প্রকাশ পাবে।

নিজেদের দেশ, নিজেদের মানুষ হিসেবে আমরা যেভাবে বাংলাকে ধরে রাখব তার ভেতর দিয়েই বাংলা ভাষার প্রকাশ হবে। তার ভেতর দিয়েই বাংলা ভাষার বিকাশ হবে।’

মহান শহীদ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক এবং কলা ও মানবিক অনুষদের ডিন ড. মোহাম্মদ তানভীর কায়ছারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী।

অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন আইন অনুষদের ডিন সরদার কায়সার আহমেদ, তাপসী রাবেয়া বসরী হলের প্রাধ্যক্ষ শারমিন আক্তার, রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. গাজী জহিরুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের পরিচালক সুজন চন্দ্র পাল।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts