বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এক সপ্তাহে ৪ দুর্ঘটনা, ৩ জনের মৃত্যু

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এক সপ্তাহে ৪ দুর্ঘটনা, ৩ জনের মৃত্যু

৫ November ২০২৪ Tuesday ৪:১৩:০১ PM

Print this E-mail this


ক্যাম্পাস প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এক সপ্তাহে ৪ দুর্ঘটনা, ৩ জনের মৃত্যু

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। একের পর এক দুর্ঘটনায় আতঙ্কে রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও স্থানীয় লোকজন। বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকায় গত এক সপ্তাহে চারটি সড়ক দুর্ঘটনায় ৩ জন মারা গেছেন। এ ছাড়া ৫ জন গুরুতর আহত হয়েছেন।

গত ৩০ অক্টোবর রাত ৯টায় রাস্তা পার হওয়ার সময় বরিশাল বিশ্ববিদ্যালয়-সংলগ্ন ভোলা রোডে নারায়ণগঞ্জ ট্রাভেলসের বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়টির ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাইশা ফৌজিয়া মিম নিহত হন। ২ নভেম্বর একই স্থানে বাইক নিয়ে পড়ে যায় স্থানীয় দুই কিশোর।

৩ নভেম্বর রাতে সিফাত (১৩) নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে এবং অন্যজন চিকিৎসাধীন। সর্বশেষ ৪ নভেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন খয়রাবাত সেতুর ঢালে অন্তরা পরিবহনের বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ইউনুস বিশ্বাস (৫৫) নিহত হন।

এ ছাড়া গত ৩ নভেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের পেছনে, অগ্রযাত্রা স্কুলের সামনে ভোলা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের দেওয়া স্পিড ব্রেকারে নির্দেশক কোনো চিহ্ন এবং কোনোধরনের আলোর ব্যবস্থা না থাকায় এসব দুর্ঘটনা ঘটছে বলে জানা যায়।

অন্যদিকে সড়ক দুর্ঘটনারোধে বিশ্ববিদ্যালয়ের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণ, সড়কে লাইটের ব্যবস্থা, স্পিডব্রেকার, আলাদা লেন, ফুটপাত-সড়ক প্রশস্ত ও সৌন্দর্য বর্ধনসহ বেশ কিছু দাবি জানিয়েছেন ববি শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাত হোসাইন ফয়সাল বলেন, ‘সড়ক ও জনপথ অধিদপ্তরের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তারা শিগগিরই ফুটওভার ব্রিজ ও ফুটপথ নির্মাণ কার্যক্রম শুরু করবে। ইতোমধ্যে তাদের একটি দল মাঠপর্যায়ে এসে স্থান পরিদর্শন ও মাটি পরীক্ষা করে গেছে।

পর্যাপ্ত আলোর ব্যবস্থার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে তাদের কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে স্পিড ব্রেকার নির্মাণ এবং ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ সময় পার হলেও নিরাপদ সড়কের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তেমন কোনো কার্যক্রম চোখে না পড়ার বিষয় জানতে চাইলে রাহাত হোসাইন ফয়সাল বলেন, ‘এ বিষয়ে আগে ভিন্ন উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে সেগুলো বাস্তবায়িত হয়নি।

তবে কিছু সহযোগিতা আমরা পেয়েছিলাম। সম্প্রতি সময়ে ঘটে যাওয়া দুর্ঘটনার ফলে নিরাপদ সড়কের বিষয়টি সবাই গুরুত্বসহকারে দেখছে। শিগগিরই এ বিষয়ে অন্যান্য উদ্যোগও দৃশ্যমান হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts