প্রশিক্ষণে অংশ নেওয়া তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিমু আক্তার বলেন, ‘এআই এখন আমাদের নিত্যসঙ্গী। যখন শুনেছি আমাদের ডিজিটাল সাংবাদিকতা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে, বেশ আগ্রহ পেয়েছি। এ আয়োজন থেকে এআই, ভুল তথ্য যাচাই কিংবা রিসার্চের ক্ষেত্রে এআইয়ের ব্যবহার সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়েছি। এখন এসব টুল আরও আত্মবিশ্বাসের সঙ্গে ব্যবহার করতে পারব।’
এ উদ্যোগের আওতায় দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ে সরাসরি প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ে আয়োজনের মাধ্যমে শেষ হবে বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ কর্মসূচি।
এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু আধুনিক সাংবাদিকতায় দক্ষতা অর্জন করবে না; বরং ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত ও প্রতিরোধে আরও সচেতন হয়ে উঠবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করছেন।