| ৫ November ২০২৫ Wednesday ৭:৫৯:৪৩ PM | |
আমাদের বরিশাল ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৯৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। ঘোষিত ৯৬ টি আসনের মধ্যে বরিশাল বিভাগের ৫ টি আসনের প্রার্দথীদের নামও আছে।
দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি লড়বেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে। দুজন দুটি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বুধবার (৫ নভেম্বর) রাজধানীর হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন কমিটি ও সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
বরিশাল বিভাগের প্রার্থীদের নামের তালিকা নিম্নে দেওয়া হোলো।
বরিশাল-১: সাকিবুল ইসলাম, বরিশাল-৫: দেওয়ান আব্দুর রশীদ নীলু,ঝালকাঠি-২: আবদুল কাদের খান, পটুয়াখালী-২: আমজাদ হোসেন ও পিরোজপুর-৩: অ্যাডভোকেট রিয়াজুল ইসলা ।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

