কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার রক্তাক্ত জখম হয়েছেন। রাজধানী ঢাকার পল্টনস্থ বিএনপি কার্যালয়ের সম্মুখে শনিবার সরকারবিরোধী সমাবেশে তিনি হামলার শিকার হন।
তবে বর্ষীয়াণ এই নেতা কী ভাবে রক্তাক্ত হয়েছেন, প্রাথমিকভাবে সেই তথ্য না পাওয়া গেলেও স্থানীয় বিএনপি নেতারা বলছেন, সমাবেশ চলাকালে পুলিশ ধারাবাহিক সাউন্ড গ্রেনেড ছুড়েছে। এতে তাদের দলের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে বরিশাল সদর আসনের সাবেক এমপি মজিবর রহমান সরোয়ারও আছেন।
এই বিষয়ে জানতে বিএনপি নেতা মজিবর রহমান সরোয়ারের মুঠোফোনে একাধিক ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে আহত সরোয়ারের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে তাকে দু পাশ থেকে দুজন ব্যক্তি ধরে আছেন, আর মুখবয় কিছুটা রক্তাক্ত।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রার্থী ঘুরাতে চাচ্ছে জনগন,সাদিক আব্দুল্লাহ্ কে সদর আসনে এমপি হিসেবে দেখতে চায়
পটুয়াখালী-১ সদর-মির্জাগঞ্জ- দুমকি আসনের উপ-নির্বাচনে কে হবেন নৌকার মাঝি
ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত কক্সবাজার, এখনও বিদ্যুৎহীন, যোগাযোগ বিচ্ছিন্ন
বরিশালে বিজিবি সদস্যর ঘরে ডাকাতি, লুট হওয়া মালামালসহ গ্রেপ্তার ৪