বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা কাজী কামাল গ্রেফতার

বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা কাজী কামাল গ্রেফতার

১৬ December ২০২৪ Monday ১:২৪:০৪ AM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা কাজী কামাল গ্রেফতার

বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর শ্যালক কাজী মফিজুল ইসলাম কামালকে তিন মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে বরিশাল নগরীর কাউনিয়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এরপর তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কামালকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।

এই বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

গ্রেপ্তার কাজী মফিজুল ইসলাম কামাল (৭০) বরিশাল নগরীর কাউনিয়া প্রধান সড়কের বাসিন্দা মৃত কাজী মোখলেচুর রহমানের ছেলে। তিনি বরিশাল জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক।

বরিশাল কোতয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, বিএনপির অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিএনপির শোক র‌্যালিতে হামলাসহ তিনটি মামলার আসামি কাজী কামাল। তিন মামলার আসামি হিসেবে রোববার বিকেল ৩টার দিকে কোতয়ালী মডেল থানা পুলিশের একটি দল কাউনিয়া প্রধান সড়কে তার বাসায় অভিযান চালায়। তখন ওই বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts