বরিশাল গড়িয়ারপাড় থেকে ১০ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক

বরিশাল গড়িয়ারপাড় থেকে ১০ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক

২১ May ২০২৫ Wednesday ৫:২১:৪২ PM

Print this E-mail this

Warning: Trying to access array offset on null in /home/amdrbari/domains/amaderbarisal.com/public_html/wp-content/themes/newsbee/news.php on line 6


নিজস্ব প্রতিনিধি:

বরিশাল গড়িয়ারপাড় থেকে ১০ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক

বরিশাল এয়ারপোর্ট থানার এসআই/মোঃ তারিকুজ্জমান এবং এএসআই/মোঃ আজমল উদ্দিন ঠাকুর সাঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মোবাইল-৪ ডিউটি করা কালীন রাত অনুমান ২৩.০০ ঘটিকায় এয়ারপোর্ট থানাধীন বরিশাল টু ঢাকা মহাসড়কস্থ গড়িয়ারপাড় নামক বাস স্ট্যান্ডে বানাড়ীপাড়া গামী মাহেন্দ্র গাড়ীর জন্য ০১ জন ব্যক্তিকে হাতে একটি নীল রঙ্গের ড্রাম সহ অপেক্ষা করতে দেখে টহলরত পুলিশের সন্দেহ হওয়ায় এসআই/মোঃ তারিকুজ্জামান সাঙ্গীয় ফোর্সসহ জিজ্ঞাসাবাদের জন্য উক্ত ব্যক্তির নিকট গেলে সে পুলিশের আগমন টের পেয়ে ড্রামসহ কৌশলে পালানোর চেষ্টা কালে এসআই মোঃ তারিকুজ্জামান উক্ত ব্যক্তিকে গ্রেফতার করে তার হেফাজত (হাত) হতে কালো রংয়ের ঢাকনাসহ নীর রংয়ের একটি ড্রাম তল্লাশি করে ড্রামের মধ্যে পেস্ট রংয়ের ১০ টি পলিথিনের প্যাকেট পান। প্রতিটি প্যাকেটে ০১ (এক) কেজি করে মোট ১০ (দশ) কেজি গাঁজা। যার অবৈধ বাজার মূল্য অনুমান (৬০,০০০ x ১০) = ৬,০০,০০০/- টাকা পেয়ে জব্দ তালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানা জিজ্ঞাসাবাদে তার নাম নয়ন তালুকদার (১৯) পিতা- মিলন তালুকদার, মাতা- মৃত হাসিনা আক্তার মনি বেগম, সাং- উত্তর ফুলহাতা, তালুকদার বাড়ী, ইউপি-বহরবুনিয়া, থানা- মোড়লগঞ্জ, জেলা- বাগেরহাট বলে জানায়। তার বিরুদ্ধে আরো একটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারধীন আছে বলে জানা যায়। এই সংক্রান্তে এসআই/মোঃ তারিকুজ্জামান বাদী হয়ে এজাহার দাখিল করেছে। মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। গ্রেফতারকৃত আসামী এয়ারপোর্ট থানা হাজতে আছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





করিডোর নিয়ে কথা হয়নি, ত্রাণ পৌঁছানো নিয়ে আলোচনা হয়েছে: নিরাপত্তা উপদেষ্টা

বরিশাল আওয়ামী লীগ নেতা খান মামুন রাজধানীতে গ্রেপ্তার

বরিশালে মামলা করে চাঁদাবাজির অভিযোগ, মারজুকের পদ স্থগিত

জনগণের বড় দায়িত্ব হচ্ছে পুলিশ বাহিনী-প্রশাসনকে সহায়তা করা: পরিকল্পনা উপদেষ্টা

বিএনপির ৮ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

Explore More Districts