বরিশালে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

বরিশালে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

২৯ April ২০২৫ Tuesday ১০:২২:৫১ PM

Print this E-mail this

Warning: Trying to access array offset on null in /home/amdrbari/domains/amaderbarisal.com/public_html/wp-content/themes/newsbee/news.php on line 6


নগর প্রতিনিধি:

বরিশালে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

বরিশাল জেলা পুলিশের ১১ জন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) বরিশাল জেলা পুলিশ সুপার (এসপি) মো. শরিফ উদ্দিন স্বাক্ষরিত আদেশ থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

জেলার বাকেরগঞ্জ থানার, ওসি ও ওসি তদন্ত, হিজলা, বাবুগঞ্জ, মুলাদি, মেহেন্দিগঞ্জ, জেলা ডিবি, বিভাগীয় পুলিশ হাসপাতাল, মোটরযান শাখা, জেলা সার্কেল অফিস, ও সদর কোর্টে ১১ জনকে বদলি ও পদায়ন করা হয়েছে। 

বদলি ও পদায়নকৃত পুলিশ পরিদর্শকদের আগামী ৪ এপ্রিলের ভেতর নতুন কর্মস্থলে যোগদানের আদেশ দেওয়া হয়েছে। 

একসঙ্গে জেলা পুলিশের ১১ জন পরিদর্শককে বদলিতে আলোচনার সৃষ্টি হলেও পুলিশে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়মমাফিক হিসেবেই দেখছেন। 

বরিশাল জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন বলেন, পুলিশের বদলি একটি নিয়মিত প্রক্রিয়া এগারোজন পরিদর্শককে বদলিও তারই একটি অংশ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts