বরিশালে হত্যা মামলায় তিন সহোদরকে কারাদণ্ড

বরিশালে হত্যা মামলায় তিন সহোদরকে কারাদণ্ড

১ জুন ২০২২ বুধবার ৭:০২:৩২ অপরাহ্ন

Print this E-mail this


নগর প্রতিনিধিঃ

বরিশালে হত্যা মামলায় তিন সহোদরকে কারাদণ্ড

বরিশালে অটোরিকশা চালক জাকির হোসেন হত্যার দায়ে তিন সহোদর ভাইকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কেএম রাশেদুজ্জামান রাজা আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। 

দন্ডপ্রাপ্তরা হলো- নগরীর কাশীপুর ইছাকাঠি গ্রামের লতিফ মাঝির ৩ ছেলে মো. কামাল মাঝি, মো. জামাল মাঝি ও মো. ফিরোজ মাঝি। পেশায় তারা অটোরিক্সা চালক। জেলা জজ আদালতের নাজির মো. জাকির হোসেন জানান, ২০২০ সালের ৮ মে অটোরিক্সায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাদীর ভাই জাকির হোসেনের সাথে আসামিদের ঝগড়া হয়। এর জের ধরে ওইদিন দুপুরে নগরীর বিমানবন্দর থানার কাশীপুর ফিশারী রোডের সন্মুখে জাকির হোসেনকে বেদম মারধর করে আসামিরা। এতে জাকির অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলে প্রেরন করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহত জাকিরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই আমীর হোসেন বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আদালতে ১৭ জনের সাক্ষ্যগ্রহন শেষে ওই দণ্ডদেশ দেন বিচারক।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





পদ্মা মেঘনা নামেই হচ্ছে দুই বিভাগ

সিজারের একমাস পর পেট থেকে বের করা হলো গজ, ছিদ্র হয়েছে নাড়ি

ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হবে : প্রধানমন্ত্রী

বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন আটক

সন্ত্রাসীদের ধরতে না পারলে আমাদের বলুন, আমরা তাদের ধরে থানায় সোপর্দ করবো: বিসিসি মেয়র

Explore More Districts