বরিশালে শের-ই-বাংলা হাসপাতালে পরিচালক পদে সেনা কর্মকর্তা

বরিশালে শের-ই-বাংলা হাসপাতালে পরিচালক পদে সেনা কর্মকর্তা

৮ November ২০২৪ Friday ১১:৫২:৫৭ AM

Print this E-mail this


বরিশালে শের-ই-বাংলা হাসপাতালে পরিচালক পদে সেনা কর্মকর্তা

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে পরিচালক পদে বাংলাদেশ সশস্ত্র বাহিনী (সেনাবাহিনী) থেকে একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে।বৃহস্পতিবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেশন-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীরের নতুন প্রস্তাবিত পদ ও কর্মস্থল হলো বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদ। এ লক্ষ্যে তাকে বদলির মাধ্যমে স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।উল্লেখ্য, জুলাইয়ের অভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা শেবামেক হাসপাতালের পরিচালক পদে বাংলাদেশ সশস্ত্র বাহিনী (সেনাবাহিনী) থেকে কর্মকর্তা নিয়োগের দাবি জানিয়ে আসছিলেন।

তাদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে দীর্ঘদিনের দুর্নীতির আখড়ায় পরিণত হওয়া হাসপাতালটির চিকিৎসার মান উন্নয়ন হবে এবং দক্ষিণাঞ্চলের মানুষের আস্থার একটি নতুন ভিত্তি সৃষ্টি হবে। এ ছাড়া, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, ঠিকাদারি সিন্ডিকেট ভেঙে ফেলা, জনবল সংকট দূর করা এবং রোগীদের আরও ভালো সেবা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর পরিচালক পদে দায়িত্ব নেওয়ার পর তিনি হবেন এ হাসপাতালের প্রথম সেনা কর্মকর্তা পরিচালক। তবে শেবামেক হাসপাতালের অনেক শিক্ষার্থী ইতোমধ্যে সেনাবাহিনীর বিভিন্ন পদে রয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts