বরিশালে রাতের আধারে আ’লীগের মিছিল

বরিশালে রাতের আধারে আ’লীগের মিছিল

২১ April ২০২৫ Monday ১০:২৭:৩৫ PM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

বরিশালে রাতের আধারে আ’লীগের মিছিল

বরিশাল নগরীতে বুধবার মধ্যরাতে আওয়ামী লীগের পক্ষে বিক্ষোভ মিছিল করেছেন একদল যুবক।

রাত ১১টার দিকে নগরের রাজা বাহাদুর সড়কে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলকারীরা মহানগর আওয়ামী লীগের ব্যানার বহন করেন। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা আনুমানিক ১৫ জন। তবে মিছিলে মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের দায়িত্বশীল কাউকে দেখা যায়নি। মিছিলকারীরা ছাত্রলীগের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে।

মিছিলকারীরা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পক্ষে নানা নানা শ্লোগান ও ‘বরিশালের মাটি-সাদিক আব্দুল্লাহ ঘাঁটি’ স্লোগান দেন। সাদিক আব্দুল্লাহ বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বাবা বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আব্দুল্লাহ জেলা আওয়ামী লীগের সভাপতি। মিছিলের ব্যানারে হাসানাত আব্দুল্লাহ ও সাদিক আব্দুল্লাহর ছবি ছিল।

রাজা বাহাদুর সড়ক হল বরিশাল জেলা ও বিভাগীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের আবাসিক এলাকা। বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসকসহ প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বাসভবন এই সড়কে।

প্রসঙ্গত, সরকার পতনের আগ পর্যন্ত হাসানাত-সাদিক আব্দুল্লাহবিরোধী আরেকটি গ্রুপ মহানগর আওয়ামী লীগে সক্রিয় ছিল। যার নেতৃত্ব দিতেন হাসানাতের ভাই সাবেক সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। আওয়ামী লীগের পতনের পর এই গ্রুপটি নগরীতে কোনো মিছিল করেনি। সাদিক অনুসারীরা গেল রমজান মাসের আগে মধ্যরাতে রাতে অন্তত তিনটি মিছিল করেছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts