বরিশালে রবিউল হত্যা মামলার ১২ আসামি কারাগারে

বরিশালে রবিউল হত্যা মামলার ১২ আসামি কারাগারে

২২ December ২০২৫ Monday ৯:৪৬:২২ PM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

বরিশালে রবিউল হত্যা মামলার ১২ আসামি কারাগারে

বরিশালের বাবুগঞ্জে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে রবিউল ইসলাম (২৬) হত্যা মামলার ১২ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বরিশাল সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ফারুক হোসেন শুনানি শেষে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

নিহত রবিউল বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

মামলায় কারাগারে পাঠানো আসামিরা হলেন: উপজেলার ঠাকুর মল্লিক এলাকার নাবিদ হাসান শান্ত, মিজানুর রহমান কবিরাজ, মো. বাবুল হাওলাদার, চর হোগলা এলাকার সফিউল আজম শাহিন ফরাজী, এমদাদুল হক মিলন ও তার ভাই জহিরুল ইসলাম, সাইদুর রহমান, খান মো. সোহাগ, সফিকুল ইসলাম সবুজ হাওলাদার, রফিক মুন্সি, সুমন বেপারী ও আব্দুল্লাহ হাওলাদার।

মামলার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে এলাকায় মিষ্টি বিতরণকে ঘিরে ছাত্রদলের দুগ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এ সময় পূর্ব শত্রুতার জেরে একদল যুবক ধারালো অস্ত্র নিয়ে রবিউলের ওপর হামলা চালান। এতে রবিউল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হালিমা মান্নান মেমোরিয়াল হাসপাতালে এবং সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পুলিশ সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের বক্তব্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে থানায় মামলা দায়ের করা হয়।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম জানান, আসামিরা উচ্চ আদালতের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে সোমবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে জামিনের প্রার্থনা করলে বিচারক তা নামঞ্জুর করে ১২ আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts