বরিশালে মাদক বিক্রেতার পিস্তল উদ্ধার

বরিশালে মাদক বিক্রেতার পিস্তল উদ্ধার

২১ October ২০২৫ Tuesday ২:১১:০৪ PM

Print this E-mail this


নিজস্ব প্রতিনিধি:

বরিশালে মাদক বিক্রেতার পিস্তল উদ্ধার

ঢাকায় মাদক মামলায় গ্রেফতার হওয়া আসামির বরিশালের উজিরপুরের গ্রামের বাড়ির তালাবদ্ধ ঘর থেকে বিদেশে তৈরি পিস্তল ঊদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার রাতে ম্যাগাজিনে তিন রাউন্ড গুলি ভর্তি পিস্তলটি উদ্ধা করা হয় বলে উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুস সালাম জানিয়েছেন।  

তিনি জানান, উপজেলার দক্ষিণ শোলক গ্রামের তালুকদার বাসিন্দা মৃত মোকসেদ হোসেনের ছেলে রফিক হাওলাদার মাদক মামলায় ঢাকায় গ্রেফতার হয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী সেনাবাহিনী জানতে পারে, রফিকের গ্রামের বাড়িতে নিজ ঘরে ট্রাংকের মধ্যে পিস্তল লুকানো রয়েছে।

ওই তথ্যর ভিত্তিতে সেনাবাহিনীর বরিশাল ক্যাডেট কলেজ ক্যাম্পের একটি দল রফিকের তালাবদ্ধ ঘরে অভিযান করে। পরে ট্রাংকের মধ্য থেকে ম্যাগাজিন ভর্তি তিন রাউন্ড গুলিসহ পিস্তলটি উদ্ধার করেছে। সেনাবাহিনী ওই অস্ত্র তাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts