বরিশালে ব্যবসা প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবকদল নেতার হামলাঃ প্রতিবাদে মানববন্ধন

বরিশালে ব্যবসা প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবকদল নেতার হামলাঃ প্রতিবাদে মানববন্ধন

১১ April ২০২৫ Friday ৪:০৬:৫৪ PM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

বরিশালে ব্যবসা প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবকদল নেতার হামলাঃ প্রতিবাদে মানববন্ধন

বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ড ভাটার খালের ব্যবসায়ী আব্দুল রহিম তালুকদারের প্রতিষ্ঠান হাওয়া মটরসে হামলা, ভাঙচুর, লুটপাটের প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশাল জেলা মোটর সাইকেল পার্টস বিজনেস এ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা সারে এগারোটায় ভাটার খাল বান্দ রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ হামলায় ৪ জনকে আসামি এবং ১০/১৫ জনকে অজ্ঞাত আসামি করে কোতয়ালী মডেল থানায় একটি এজাহার দাখিল করেন ভুক্তভোগী ব্যবসায়ী রহিম তালুকদার।
এজাহার সূত্রে জানাগেছে, গত ২৯ মার্চ ভুক্তভোগী ব্যবসায়ী রহিম তালুকদারের বাসায় চুরি হয়। চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে তার জের ধরিয়া গত ৮ এপ্রিল সন্ধা সারে সাতটার দিকে ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: মামুনের নেতৃত্বে ভুক্তভোগী ব্যবসায়ীর দোকানে হামলা, ভাংচুর ও মালামাল লুট করেন। হামলায় দোকানে থাকা দুইজন কর্মচারী আহত হন।
বরিশাল জেলা মোটর সাইকেল পার্টস বিজনেস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম জুয়েল বলেন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট কাম্য নয়। সামনের দিনগুলোতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেদিকে প্রশাসনকে খেয়াল রাখতে হবে। অবিলম্বে দোষীদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে।
বরিশাল কোতোয়ালি মডেল থানায় অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান বলেন, ভুক্তভোগী ব্যবসায়ী অভিযোগ করেছেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts