১০ November ২০২৪ Sunday ১:৫৩:০৩ PM |
নিজস্ব প্রতিনিধি:
বরিশালে ড্রেজার ব্যবসায়ীর কাছে মোটা অংকের চাঁদা দাবি করেছেন আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী জাকির হোসেন নামের জনৈক ইউপি সদস্য (মেম্বর)। স্থানীয় জাগুয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বর জাকির হোসেন একই এলাকার ব্যবসায়ী পরিচিতজন পারভেজ হাওলাদার সহযোগী আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। সেই টাকা না দেওয়ায় গত বুধবার গভীর রাতে মেম্বর জাকিরসহ তার সন্ত্রাসী বাহিনী ব্যাপক ত্রাস চালিয়েছে। তিনিসহ বাহিনীর কয়েকজনের বিরুদ্ধে ড্রেজারের অন্তত ৫০টি পাইপ ভাঙচুরের অভিযোগ করেছেন ব্যবসায়ী পারভেজ, যে বিষয়টি এখন থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছে।
সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) শিমুল বরিশালটাইমসকে জানিয়েছেন, জনৈক ব্যবসায়ী পারভেজ তার ড্রেজারের ৫০টি পাইপ ভাঙচুরের অভিযোগ করেছেন। এতে জাগুয়ার ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন, ০১ নং ইউপি সদস্য সুজন, স্থানীয় রুবেল, সম্রাট, মিঠুন এবং সুমনের নাম উল্লেখ করেছেন। পুলিশের মাঠপর্যায়ের একজন কর্মকর্তা ব্যবসায়ী পারভেজের অভিযোগটি ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন।
ব্যবসায়ী পারভেজের অভিযোগ, দুই ইউপি সদস্যসহ অন্তত ১০ জনের একটি বাহিনী তার কাছে বেশকিছু দিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু আমি টাকা দিতে অস্বীকৃতি জানাই। এতে ক্ষুব্ধ মেম্বর জাকির, সুজন এবং স্থানীয় রুবেল, সম্রাট, মিঠুন, সুমনসহ ১০/১২ জনের একটি বাহিনী বুধবার গভীর রাতে বগের খাল এলাকায় ড্রেজার পাইপগুলো কুপিয়ে ও পিটিয়ে ভাঙচুর করে। এতে ব্যবসায়ীর তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, মেম্বর জাকির হোসেন আওয়ামী লীগের শাসনামলে বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র আশ্রয়-প্রশ্রয়ে ১ নং ইউপি সদস্য সুজনসহ রুবেল সম্রাট, সুমন এবং মিঠুনদের নিয়ে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন। এবং এই বাহিনী গত ৫ বছর ধরে এলাকায় ক্ষমতার প্রভাব বিস্তার করাসহ চাঁদাবাজি ও বহুমুখী অপকর্ম চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর অভিযোগও আছে।
সূত্র জানায়, জাগুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জাকির হোসেন মেম্বরসহ আরও বেশ কয়েকজন ক্ষমতার আমলে এলাকায় ব্যাপক ত্রাস চালিয়েছেন। তাদের মধ্যে পার্শ্ববর্তী রায়পা-কড়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু শাহারিয়ার বাবুসহ অনেকে পলাতক থাকলেও জাকির-সুজনেরা এখন সাধারণ মানুষের ওপর অত্যাচার চালাচ্ছেন। এলাকাভিত্তিক তাদের এই সন্ত্রাসী কার্যকলাপ রুখতে ইউনিয়নবাসী আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। বিশেষ করে সেনাবাহিনীর সুদৃষ্টি চাওয়া হয়েছে।
অভিযুক্ত মেম্বর জাকির হোসনকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। তার বক্তব্য তুলে ধরা সম্ভব না হলেও কোতয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক শিমুল বলছেন, অভিযোগ প্রাপ্তির পর ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছিল। তারা প্রতিবেদন দিলে সেই আলোকে ব্যবস্থাগ্রহণ করা হবে।’
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |