বরিশালে বিসিকের গোডাউনে অগ্নিকাণ্ড

বরিশালে বিসিকের গোডাউনে অগ্নিকাণ্ড

২৬ March ২০২৫ Wednesday ১১:৪৪:২৫ AM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

বরিশালে বিসিকের গোডাউনে অগ্নিকাণ্ড

বরিশালের বিসিক এলাকায় একটি গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে।  

মঙ্গলবার (২৫ মার্চ)  রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের একাধিক কর্মী অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশালের সহকারী পরিচালক হেলাল উদ্দিন খান।  

তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরের কাউনিয়ার এলাকার একটি ওয়েস্ট ম্যাটেরিয়ালসের গোডাউনে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাদের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। তবে গোডাউনটি চারদিক থেকে আটকানো ও মালামালে পরিপূর্ণ থাকায় আগুন নেভাতে শুরুতে কিছুটা বেগ পেতে হয়। পরে ধোঁয়ার কারণেও কিছুটা বেগ পেতে হয়। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া তাৎক্ষণিক বলা সম্ভব নয়। 

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করেই তারা গোডাউনে আগুন দেখে ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন, আর পুরো নিভিয়ে ফেলতে এক ঘণ্টার অধিক সময় লাগে। 

অপরদিকে গোডাউনটি কার তা তাৎক্ষণিকভাবে কেউ জানাতে না পারলেও বাবুল নামের এক ব্যক্তি তার বলে দাবি করেছেন। তিনি জানিয়েছেন গোডাউনে প্যাকেজিং ম্যাটেরিয়ালসহ বিভিন্ন ধরনের মালামাল রয়েছে। কীভাবে আগুন লেগেছে তা তিনি জানেন না, তবে শটসার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে অথবা কেউ লাগিয়ে দিতে পারে বলেও শঙ্কা করছেন তিনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts