১ জুন ২০২২ বুধবার ৭:১০:২৬ অপরাহ্ন |
নগর প্রতিনিধিঃ
বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বরিশালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘পুষ্টি, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প’ শ্লোগান নিয়ে বুধবার সকালে সার্কিট হাউজ চত্তর থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি সার্কিট হাউজ চত্তরে গিয়ে শেষ হয়।
পরে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডীন প্রফেসর ড. মো. আহ্সানুর রেজা, বিভাগীয় প্রানী সম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. আব্দুস সবুর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল আমিন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |