বরিশালে বিএনপির ২টি পৃথক মিছিল, আটক ৫

বরিশালে বিএনপির ২টি পৃথক মিছিল, আটক ৫

৫ জানুয়ারি ২০২৪ শুক্রবার ৮:৫৪:৩৮ অপরাহ্ন

Print this E-mail this


বরিশালে বিএনপির ২টি পৃথক মিছিল, আটক ৫

ভোটের দিন ঘিরে দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করা বিএনপির ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে বরিশালে পৃথক দুটি ঝটিকা মিছিল করেছে মহানগর বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে নগরের বগুরা রোডে মহানগর বিএনপির উদ্যোগে মিছিল বের করা হয়।

মিছিল থেকে ৬ ও ৭ জানুয়ারির হরতাল সফল করার আহ্বান জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয়া হয়।মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক (যুগ্ম আহ্বায়ক) জিয়া উদ্দিন সিকদারসহ নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিলটি বগুড়া রোডের কাজী অফিস এলাকা থেকে খামারবাড়ির সামনে গিয়ে শেষ করা হয়।

তবে মিছিলের শেষ মুহূর্তে পুলিশ ধাওয়া দিয়ে তকদিরুল ইসলাম তন্ময় (২৩) ও আনিসুর রহমান নয়ন (৪৫) নামে দু’জনকে আটক করে।

অপরদিকে এর আগে বৃহস্পতিবার রাতে নগরের বৈদ্যপাড়া এলাকায় ঝটিকা মিছিল বের করার সময় জুম্মান (৩৭), নুরুন্নবী (৪৫) ও সোহেল হাওলাদার (৩৫) নামের তিন বিএনপির নেতাকর্মীকে আটক করেছে।

পাঁচজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী জানান, আটকরা সবাই কোতোয়ালি মডেল থানায় করা মামলার আসামি।

আর ওই মামলাটিতে বেআইনি জনতায় নৈরাজ্য সৃষ্টির জন্য সড়ক অবরোধ, যান চলাচলে বিঘ্ন সৃষ্টি, জানমালের ক্ষতি সাধন ও জনমনে আতঙ্ক সৃষ্টি এবং পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ ও ধাক্কা দিয়ে আহত করার অভিযোগ রয়েছে।

এদিকে একই দাবিতে বেলা ১টায় নগরীর নবগ্রাম রোড এলাকায় মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবিরের নেতৃত্বে বিক্ষোভ দমিছিল করেন নেতাকর্মিরা। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আফরোজা খানম নাসরিন ও জাহিদুর রহমান রিপন প্রমুখ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts