বরিশালে বিএনপির মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

বরিশালে বিএনপির মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

৫ July ২০২৫ Saturday ৮:০৫:৩৯ PM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

বরিশালে বিএনপির মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

বরিশালে বিএনপির অফিস পোড়া মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে নগরীর পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নগরীর ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদ মাহামুদ ও নিষিদ্ধ ছাত্রলীগের সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের সাবেক নেতা হিজবুল্লাহ সম্রাট।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বরিশালটাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় অর্থাৎ ৪ আগস্ট বরিশাল নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর এবং অগ্নিসংযোগের মামলার আসামি হিসেবে দুই আ’লীগ ও ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাদেরকে আদালতের সোপর্দ করা হয়। বিচারক তাদেরকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts