বরিশালে তিন পুলিশকে মারধর, গ্রেফতার ১

বরিশালে তিন পুলিশকে মারধর, গ্রেফতার ১

২ এপ্রিল ২০২৪ মঙ্গলবার ১০:১৩:২৯ পূর্বাহ্ন

Print this E-mail this


বরিশালে তিন পুলিশকে মারধর, গ্রেফতার ১

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার এএসআই মনোসিজ ও দুই পুলিশ কনস্টেবল রাসেল ও মাসুদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় সুমন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। নগরীর নবগ্রাম রোডের যুবক হাউজিং এলাকায় শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে। এরপর ওই রাতেই কোতোয়ালি মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী এএসআই মনোসিজ। ঘটনার কিছু সময় পরই সুমনকে আটক করে সেই মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ।

এ তথ্য সোমবার নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক।

মামলা সূত্রে জানা যায়, ব্যবসা নিয়ে মারামারির খবর পেয়ে শুক্রবার রাত দশটায় নবগ্রাম রোডে ঘটনাস্থলে যায় কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টিম। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু এরই মধ্যে স্থানীয় আজিজ হাওলাদারের ছেলে সুমনসহ ১০-১২ জন হামলা চালায়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts