বরিশালে ডেঙ্গুতে প্রাণ গেল আরও দুজনের, নতুন শনাক্ত ১৫৭

বরিশালে ডেঙ্গুতে প্রাণ গেল আরও দুজনের, নতুন শনাক্ত ১৫৭

২৭ অক্টোবর ২০২৩ শুক্রবার ৯:১৮:০৩ অপরাহ্ন

Print this E-mail this


বরিশালে ডেঙ্গুতে প্রাণ গেল আরও দুজনের, নতুন শনাক্ত ১৫৭

বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১৫৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তারা বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

মৃতরা হলেন, পিরোজপুরের নেসারাবাদ উপজেলার নয়ন তারা (৫৮) ও বরিশালের হিজলা উপজেলার রহিমা খাতুন (৬০)। তারা দুজনই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩১ হাজার ৮৯৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩১ হাজার ৫২ জন। বিভাগে এখন পর্যন্ত ১৪৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১১০ জন, ভোলা সদর হাসপাতালে নয় জন, বরগুনা জেলা হাসপাতালে পাঁচ জন, পিরোজপুর সদর হাসপাতালে বারো জন ও পটুয়াখালীর দুই হাসপাতালে সাত জন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ৬৭ জন, পটুয়াখালীতে ২৪ জন, পিরোজপুরে ৪০ জন, ভোলায় ২০ জন, বরগুনায় পাঁচজন ও ঝালকাঠিতে একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৭০৩ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts