বরিশালে ডেঙ্গুতে তিন নারীসহ ৪ জনের মৃত্যু

বরিশালে ডেঙ্গুতে তিন নারীসহ ৪ জনের মৃত্যু

২১ অক্টোবর ২০২৩ শনিবার ৫:২৪:৩০ অপরাহ্ন

Print this E-mail this


বরিশালে ডেঙ্গুতে তিন নারীসহ ৪ জনের মৃত্যু

সৈয়দ মুন্নাঃ বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিন নারী ও এক পুরুষের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে ২২০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।শনিবার (২১ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।।

মৃতরা হলেন ঝালকাঠি সদর উপজেলার নেহালপুর গ্ৰামের মনোয়ারা (৫৫), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার হালিমা (৭৫), গৌরনদী উপজেলার হালিমা বেগম (৬০) ও মুলাদী উপজেলার লোকমান (৩৮)। তারা সবাই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩০ হাজার ৭১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৯ হাজার ৭৫০ জন। বিভাগে এখন পর্যন্ত ১৩৯ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১০৫ জন, পটুয়াখালীর দুই হাসপাতালে সাতজন, ভোলা সদর হাসপাতালে ৯ জন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে ১২ জন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ৬৩ জন, পটুয়াখালীতে ৩৬ জন, পিরোজপুরে ৬৩ জন, ভোলায় ১৯ জন, বরগুনায় ৩১ জন ও ঝালকাঠিতে আটজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts