বরিশালে ডেঙ্গুতে একজনের মৃ*ত্যু, নতুন আক্রান্ত ৪০

বরিশালে ডেঙ্গুতে একজনের মৃ*ত্যু, নতুন আক্রান্ত ৪০

১৪ December ২০২৫ Sunday ১০:৩৫:১৭ PM

Print this E-mail this


নিজস্ব প্রতিনিধি:

বরিশালে ডেঙ্গুতে একজনের মৃ*ত্যু, নতুন আক্রান্ত ৪০

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আতাহার উদ্দিন গাজী (৮০) নামে আরও এক রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।

রোববার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে রোববার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন। এ নিয়ে চলতি বছরে বরিশাল বিভাগে ডেঙ্গুজ্বরে মৃত্যু হয়েছে ৫১ জনের।

আতাহার উদ্দিন গাজী (৮০) পটুয়াখালী সদরের বাসিন্দা। গত শনিবার তাকে মুমূর্ষু অবস্থায় শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছিল।

স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, চলতি বছর বরিশাল শেবাচিম হাসপাতালে ৩২ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে একজন, বরগুনা জেলার বিভিন্ন হাসপাতালে ১৫ জন, পটুয়াখালী জেলায় দুজন এবং ভোলায় একজন মারা গেছেন। চলতি বছরে বিভাগের ছয় জেলার সরকারি হাসপাতালগুলোতে ২১ হাজার ৫৩১ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ৩১৭ জন। বর্তমানে ভর্তি রয়েছে ১৬৩ জন রোগী।

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, সম্প্রতি মশার উপদ্রব বেড়েছে। এ কারণে ডেঙ্গুর বিস্তার বাড়ছে। ডেঙ্গু থেকে রক্ষা পেতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts