| ২৫ December ২০২৫ Thursday ৪:১৪:২২ PM | |
নিজস্ব প্রতিনিধি:

বরিশাল নগরীর রূপাতলী এলাকায় প্লট জমিতে বালু ফেলাকে কেন্দ্র করে এক ঠিকাদারকে মারধর, কাজে বাধা প্রদান এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী আশরাফুল হক মোল্লার বিরুদ্ধে। অভিযুক্ত আশরাফুল বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে রূপাতলীর মুক্তিযোদ্ধা সড়ক সংলগ্ন একটি দোকানে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ঠিকাদার মো. আনোয়ার হোসেন ওই এলাকার স্থায়ী বাসিন্দা এবং পেশায় বালু সরবরাহকারী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে আশরাফুল মোল্লা ঠিকাদার আনোয়ারকে তার দোকান থেকে ডেকে বাইরে নিয়ে যান। বালু ভরাটের কাজ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আশরাফুল তাকে শারীরিক লাঞ্ছনা ও গালিগালাজ করেন। বাধা দিলে দোকান ভাঙচুর এবং আনোয়ারকে তুলে নিয়ে যাওয়ার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
কেবল মারধরই নয়, ওই এলাকার মুক্তিযোদ্ধা সড়কের এক নারী দোকানদারের কাছ থেকেও আশরাফুল মোল্লা চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ছাত্রদলের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে আশরাফুল এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।
জমির মালিক হান্নান জানান, “আমার ভাইয়ের একটি প্লটে বালু ভরাটের বিষয়ে আনোয়ারের সাথে কথা হয়েছিল। পরবর্তীতে আশরাফুল মোল্লা নিজেই ওই কাজ করে দেওয়ার দাবি জানান। এই বিষয় নিয়েই তাদের মধ্যে বাকবিতণ্ডা ও ঝামেলার সৃষ্টি হয়েছে।”
ভুক্তভোগী আনোয়ার হোসেন বলেন, রূপাতলি এলাকায় বালু ফেলার জন্য তিনি কিছু প্লট (জমি) প্রস্তুত করে পাইপ বসিয়েছেন। কিন্তু ববি ছাত্রদল কর্মী আশরাফুল মোল্লা বালু ফেলায় বাধা দিয়ে আমার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় মঙ্গলবার রাত ৯টার দিকে আশরাফুল আমার দোকানে এসে বাইরে ডেকে নিয়ে বালি জমিতে বালি ফেলতে পারব না বলে জানায় এবং সে নিজে বালি ফেলবে জমিগুলোতে। এতে সে আমার সাথে হাতাহাতি ও ধাক্কাধাক্কি করে। আমাকে পরবর্তী মারপিট ও দোকানপাট ভাংচুর করার হুমকি দিয়ে যায় যদি আমি ঐখানে বালি ফেলি।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মী আশরাফুল মোল্লার কাছে জানতে চাইলে বলেন, বিশ্ববিদ্যালয় ও আমাকে নিয়ে নেতিবাচক কথা বলায় আমি আনোয়ারকে বাধা দিয়েছি। এসময় আমি কিছুটা উত্তেজিত হয়ে তাকে ধাক্কা দেয় যেটা আমার ভুল হয়েছে। তবে তাকে মারধর করা ও হুমকি ধামকির বিষয়টি তিনি অস্বীকার করেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

