বরিশালে জাটকা ইলিশ জব্দ

বরিশালে জাটকা ইলিশ জব্দ

২৮ November ২০২৫ Friday ১০:২৮:১২ PM

Print this E-mail this


নিজস্ব প্রতিনিধি:

বরিশালে জাটকা ইলিশ জব্দ

কুয়াকাটা থেকে ঢাকা পাচারের সময় বরিশাল নগরীতে যাত্রীবাহী দুইটি বাস থেকে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে জাতীয় গোয়েন্দা সংস্থা ও মৎস্য বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।  

বরিশাল সদর উপজেলার জ্যেষ্ঠা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন বলেন, জাটকা সংরক্ষণ অভিযানের আওতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা বরিশাল নগরীর কাশিপুর বাজার এলাকায় অবস্থান নেন। রাত দুইটার দিকে কুয়াকাটা থেকে ঢাকাগামী দুইটি বাস থেকে ৪০০ কেজি পরিমাণ জাটকা উদ্ধার করা হয়।

পরে সমাজসেবা অধিপ্তরের ৬ টি প্রতিষ্ঠানের মাঝে জাটকা বিতরণ করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts