বরিশালে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল-সমাবেশ

বরিশালে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল-সমাবেশ

৫ September ২০২৫ Friday ৩:০৮:৫৫ PM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

বরিশালে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল-সমাবেশ

ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর শাখা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরীর নগর ভবন এলাকা থেকে একটি মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে টাউন হলে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর ছাত্র শিবির সভাপতি হাসান নাইমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা সভাপতি আকবর হোসাইন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম সহ অন্যরা।

সমাবেশে নেতারা বলেন, ছাত্রশিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এজন্য নারীদের বিষয়ে মিথ‍্যা অপবাদের দায় চাপাতে চাচ্ছে একটি মহল। তাছাড়া হামলা করে আমাদের দাবিয়ে রাখতে পারবে না। আমরা চাচ্ছি ডাকসু নির্বাচন যেন বাতিল করা না হয়।

এ সময় বক্তারা ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদ জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts