২১ নভেম্বর ২০২৩ মঙ্গলবার ৯:০৯:৪৮ অপরাহ্ন | ![]() ![]() ![]() ![]() |
বরিশাল: বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে।মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল তিনটায় কোতয়ালি মডেল থানাধীন সি এন্ড বি রোডে ঢাকা টু কুয়াকাটাগামী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন,বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক ছিদ্দিকুর রহমান।
আটককৃত হলেন- বরিশাল জেলার আগৈলঝারা থানার রত্নাপুর গ্রামের মো: শাজাহান ব্যাপারীর পুত্র মো: সোহেল ব্যাপারী।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৩টায় সি এন্ড বি রোডে ঢাকা টু কুয়াকাটাগামী ইউনিক পরিবহনে অভিযান চালিয়ে তাদের অটক করা হয়। তিনি আরো বলেন,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।মাদক নির্মূলে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |