৬ ডিসেম্বর ২০২৩ বুধবার ৪:২১:২১ অপরাহ্ন |
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ
বরিশালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত বিনা ধান ২৫’র আবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাবুগঞ্জে বিনার নিজস্ব ক্যাম্পাসে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সিদ্দিকুর রহমান, বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক ড. মো. শহীদুল ইসলাম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাকিনা খানম, উপ প্রকল্প পরিচালক ড. মো. কামরুজ্জামান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা ফাহিমা হক। বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাবুগঞ্জের উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুনুর রহমান, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, মেহেন্দিগঞ্জের কৃষক হাসান মাহমুদ সাঈদ প্রমুখ।
অনুষ্ঠানে বরিশাল সদর, বাবুগঞ্জ, উজিরপুর, গৌরনদী, আগৈলঝাড়া এবং মেহেন্দিগঞ্জের ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেন, আমাদের আবাদি জমি কমছে। বাড়ছে মানুষ। এখন খাদ্য যোগান বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে তা মোকাবেলায় রয়েছে দক্ষিণাঞ্চলের বিস্তির্ন পতিত জমি। এসব স্থানগুলোতে ধান সহ অন্যান্য ফসল আবাদের মাধ্যমে দেশের অতিরিক্ত মানুষের খাবারের চাহিদা মেটানো সম্ভব। এর অংশ হিসেবে রবি মৌসুমে বরিশাল অঞ্চলের জন্য বিনা ধান ২৫ বেশ উপযোগী। এই জাত ব্যবহারে সার-সেচ কম লাগে। ফলনও হয় ভালো। এর চাল বেশ লম্বা ও চিকন। বিনা ধান ২৫ বাসমতি চালেল বিকল্প হতে পারে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |