বরিশালে কারেন্ট জালসহ আটক ২

বরিশালে কারেন্ট জালসহ আটক ২

২২ September ২০২৪ Sunday ৮:৪১:১৮ PM

Print this E-mail this


মুলাদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালে কারেন্ট জালসহ আটক ২

ঢাকা থেকে মুলাদীগামী সুন্দরবন পরিবহনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়েছে। 

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে মুলাদী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে তাদের আটকসহ কারেন্ট জাল জব্দ করা হয়। 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন পরিবহনে তল্লাশি চালিয়ে ৪১টি বান্ডিলে প্রায় ২০ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় কারেন্ট জাল ব্যবসায়ী হিজলা উপজেলার বড় জালিয়া গ্রামের মৃত নুর হোসেন বেপারীর ছেলে আনোয়ার বেপারী ও একই গ্রামের মৃত শাজাহান সরদারের ছেলে দুলাল সরদারকে আটক করা হয়েছে। 

আটক দুজনকে মুলাদী থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts