বরিশালে কাভার্ডভ্যান চাপায় ছাত্রদল নেতার স্ত্রী নিহত – DesheBideshe

বরিশালে কাভার্ডভ্যান চাপায় ছাত্রদল নেতার স্ত্রী নিহত – DesheBideshe



বরিশালে কাভার্ডভ্যান চাপায় ছাত্রদল নেতার স্ত্রী নিহত – DesheBideshe

বরিশাল, ২৬ এপ্রিল – বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নে কাভার্ডভ্যানের চাপায় সোনিয়া বেগম (২১) নামে এক নারী প্রাণ হারিয়েছেন। তিনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওমর ফারুক সরদারের স্ত্রী বলে জানা গেছে।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে স্থানীয় নবগ্রাম রোডের পেশকার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ছাত্রদল নেতা ওমর ফারুক তার স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজের মোটরসাইকেলে করে বরিশাল নগরী থেকে বাড়ির পথে রওনা দেন। নবগ্রাম রোডে পৌঁছালে ঝালকাঠি থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবোঝাই কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে সোনিয়া বেগম মোটরসাইকেল থেকে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি ফেলে পালিয়ে গেছে চালক। তবে, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৬ এপ্রিল ২০২৫

 



Explore More Districts