৩০ June ২০২৫ Monday ৯:৫৪:৩১ PM | ![]() ![]() ![]() ![]() |
মুলাদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মুলাদী উপজেলায় নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার করতে দুটি ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে।
রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের হাবিব সরদারের বাড়িতে দুটি ককটেল বিস্ফোরণ হয়।
চরকমিশনার এলাকার আবদুর রব হাওলাদারের ছেলে আব্বাস হাওলাদার ও তার লোকজন আতঙ্ক সৃষ্টি করতে বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ করেন বলে দাবি করেছেন হাবিব সরদারের ছেলে আনোয়ার সরদার। অপরদিকে আব্বাস হাওলাদারের দাবি, হত্যা মামলাকে ভিন্নখাতে নিতে জামিনে থাকা আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
এ ঘটনায় আনোয়ার সরদার বাদী হয়ে মুলাদী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
আনোয়ার সরদার জানান, কয়েকদিন ধরে আব্বাস হাওলাদার ও তার লোকজন এলাকায় মোটরসাইকেল শোডাউন, বিভিন্নজনকে হুমকি দিয়ে আতঙ্ক সৃষ্টি করছেন।
এতে প্রতিবাদ করলে রোববার দিবাগত রাত পৌনে ১ টার দিকে বাড়ির মধ্যে দুটি ককটেল বিষ্ফোরণ করা হয়। ওই সময় আব্বাস হাওলাদারের লোকজনকে সেখান থেকে দৌড়ে যেতে দেখা গেছে।
এ ব্যাপারে আব্বাস হাওলাদার বলেন, আনোয়ার সরদারের ভাই ইকবাল সরদার আমার বাবা আবদুর রব হাওলাদার হত্যা মামলা আসামি। হত্যা মামলা ভিন্নখাতে নিতে আসামি ও তার স্বজনেরা ককটেল বিস্ফোরণের নাটক সাজিয়ে মিথ্যা অভিযোগ করছেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |