বরিশালে আওয়ামী লীগের পোস্টার লাগানো ছাত্রলীগ নেতা গ্রেফতার

বরিশালে আওয়ামী লীগের পোস্টার লাগানো ছাত্রলীগ নেতা গ্রেফতার

৬ July ২০২৫ Sunday ৬:৫৫:০৯ PM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

বরিশালে আওয়ামী লীগের পোস্টার লাগানো ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীতে মাস্ক পড়ে পোস্টার লাগানো ছাত্রলীগের ক্যাডার আবির হোসেন সোহাগকে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

পরে তার দেয়া তথ্যানুযায়ী নগরীর কালিবাড়ি রোড স্থ কালার ডট প্রেসে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পোস্টার, ব্যানারের ডিজাইণ উদ্ধার এবং নিষিদ্ধ সংগঠনের কাজে সহায়তার অভিযোগে দোকানের ১ কর্মচারীকে আটক সহ কম্পিউটার জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান। বর্তমানে আবির হোসেন সোহাগ কে নিয়ে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।

বিগত ০৫/০৭/২০২৫ খ্রিঃ তারিখ রাত্র ২০:০০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে ডিবি ও কোতয়ালী মডেল থানা, বিএমপি, বরিশাল এর সমন্বিত অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় কোতয়ালী মডেল থানার মামলা নং-৩২, তারিখ-২৩-০৮-২০২৪; জিআর নং-৫৫৮/২০২৪ (কোতয়ালী), ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৪৪৮/৩৮০/৪২৭/৪৩৬/৫০৬(২)/১১৪ পিসি; তৎসহ 3A/6 The Explosive Substances Act, 1908;; এর এজাহারনামীয় আসামী মোঃ সোহাগ হোসেন @ আবির হাসান (৩৩), পিতা- আলী মোহাম্মদ হাওলাদার, মাতা-আলেয়া বেগম, সাং- রায়পুরা, থানা- বন্দর, বরিশাল’কে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। উক্ত আসামী সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শহরের বিভিন্ন স্থানে পোস্টারিং করে এবং নয়ন ঘরামী (২৮), পিতা- ননী গোপাল ঘরামী, মাতা- আরতি রানী, সাং- কাউনিয়া ব্রাঞ্চ রোড, ১ম পুকুড়, বিসিসি ০২নং ওয়ার্ড, থানা-কাউনিয়া, বরিশাল এর সহায়তায় ভিডিও ক্লিপ ধারন ও এডিটিং করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। গ্রেফতারকৃত আসামী মোঃ সোহাগ হোসেন @ আবির হাসান বরিশাল কালীবাড়ি রোডস্থ কালার ডট মিডিয়া নামক প্রেসের সত্ত্বাধিকারী মোঃ রেজাউল হক সুমন (৩৪), পিতা- বজলুর রহমান শাহিন, মাতা- রিলিয়া বেগম, সাং- আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির পিছনে, বিসিসি ০৬নং ওয়ার্ড, থানা- কোতয়ালী মডেল, বরিশাল এর মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর পোস্টার প্রিন্ট করায়। এছাড়াও আসামী মোঃ সোহাগ হোসেন @ আবির হাসান  নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন দিবস ও কর্মসূচী উপলক্ষ্যে পোস্টারিং করাসহ অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালায়। গ্রেফতারকৃত আসামী মোঃ সোহাগ হোসেন @ আবির হাসান এর দেওয়া তথ্যমতে অদ্য ইং ০৬/০৭/২৫ তারিখ উল্লেখিত ভিডিও গ্রাফার নয়ন ঘরামী (২৮) এবং প্রেস সত্বাধিকারী মোঃ রেজাউল হক সুমন (৩৪) দ্বয়’কে কোতয়ালী মডেল থানাধীন কালী বাড়ি রোড এলাকা হইতে গ্রেফতার করা হয়। বরিশাল মহানগর আওয়ামী লীগের পলাতক নেতৃবৃন্দের ইন্ধনে ও অর্থায়নে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আসামীরা পায়তারা করছে মর্মে জানা যায়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts