বরিশালের ৬টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১০ প্রার্থী

বরিশালের ৬টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১০ প্রার্থী

২১ December ২০২৫ Sunday ৯:৫৮:৪০ PM

Print this E-mail this


নিজস্ব প্রতিনিধি:

বরিশালের ৬টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১০ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসন থেকে ভোটে অংশ নিতে নয়জন প্রার্থী ১০টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল রিটানিং কর্মকর্তার মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী- ১৭ ডিসেম্বর থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন। এর মধ্যে বরিশাল-১ আসন থেকে মুসলিম লীগের আব্দুল কুদ্দুস ও স্বতন্ত্র হিসেবে বিএনপি নেতা আব্দুস সোবহান, বরিশাল-২ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ, বাসদের তরিকুল ইসলাম ও ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ ছাড়া বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু ও ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম, বরিশাল-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরওয়ার, ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম ও বাসদের মনীষা চক্রবর্ত্তী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

তবে বরিশাল-৪ আসন থেকে এখন পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেননি বলে জানিয়েছে রিটানিং কর্মকর্তার মিডিয়া সেল।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts