বরিশালের বিএনপি’র অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ

বরিশালের বিএনপি’র অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ

১১ May ২০২৫ Sunday ৯:১৮:২২ PM

Print this E-mail this

Warning: Trying to access array offset on null in /home/amdrbari/domains/amaderbarisal.com/public_html/wp-content/themes/newsbee/news.php on line 6


নিজস্ব প্রতিনিধি:

বরিশালের বিএনপি’র অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ

বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন বিএনপি’র অফিসে হামলা, ভাঙচুর, ও লুটপাটের অভিযোগ উঠেছে। জানা গেছে শনিবার রাতে মাধবপাশা ইউনিয়নের তিনমঠ বাজারে ইউনিয়ন বিএনপি’র অফিসে এই ঘটনা ঘটে।

সংবাদকর্মীদের কাছে এমন অভিযোগ করে বিএনপি নেতাকর্মীরা জানান, স্থানীয় রিপন তালুকদারের নেতৃত্বে অন্তত ২০/ ৩০জনের একটি গ্রুপ এই হামলা চালায়। হামলাকারীরা বগি দা’ রামদা, চাপাতি, সাইনিজ কুড়াল, লাঠিসোঁটা এবং রড ব্যবহার করে। হাামলাকারীরা এসময় অফিসে ভাঙচুর ও লুটপাট করে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিগুলো ছিড়ে নষ্ট করে দিয়ে চলে যায়। তবে হামলার সময় অফিসে কোন নেতাকর্মী উপস্থিত না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

মামুন হাওলাদার বলেন, বিএনপি’র পার্টি অফিসে হামলা হয়েছে শুনে দেখতে আসলাম। এসে দেখলাম অফিসের সবকিছু এলোমেলোভাবে পড়ে রয়েছে বেশ কিছু চেয়ার ভেঙে ফেলেছে এবং বিএনপির ব্যানার গুলো ছিরে ফেলেছে।

রিপন তালুকদার বলেন, আমি অফিসে কোন হামলা করিনি। অফিসের স্থাপনাটি আমার শশুরের। তারা আমাদের কাছ থেকে অফিসটি ভাড়া নিলেও আজও পর্যন্ত কোন ভাড়া দেয়নি। আমি শুধু অফিসের সামনে গিয়েছিলাম। আমার নামে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করা হচ্ছে।

এয়ারপোর্টে থানার ওসি জাকির শিকদার বলেন, হামলার ঘটনা শুনে ঘটনাস্থল ফোর্স পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেয়া হবে। ঘটনার সত্যতা মিললে অপরাধী যেই হোক কোনো ছাড় দেওয়া হবে না।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts