৯ অক্টোবর ২০২৩ সোমবার ৩:৩২:৪৫ অপরাহ্ন | ![]() ![]() ![]() ![]() |
ভাড়ায় মোটরসাইকেল চালক বরিশালের গৌরনদী উপজেলার শাহাদাত ঘরামিকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয় বলে গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান।গ্রেপ্তার সেন্টু শরীফ গৌরনদী উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা।মামলার বরাতে গৌরনদী মডেল থানার এসআই দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, উপজেলার বড়দুলালী গ্রামের মোকসেদ ঘরামির ছেলে শাহাদাত ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ২০১৩ সালের ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার বার্থী এলাকা থেকে তার মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী হন আসামি সেন্টু ও মিরাজ
শাহাদাতের মোটরসাইকেলটি ছিনিয়ে নিতে আসামিরা তাকে রাতের বেলায় কাদাপানিতে চুবিয়ে হত্যা করে। তারপর তার মরদেহ মাদারীপুরের মোস্তফাপুর ইউনিয়নের সিকি নওহাটা এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে আরেক আসামি ফজলে শেখের সহায়তায় লাশটি জঙ্গলে ফেলে দেন।পরদিন স্থানীয়দের সহায়তায় পুলিশ লাশ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা শাহাদাতের মরদেহ শনাক্ত করেন।এ ঘটনায় ১৩ সেপ্টেম্বর মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা হয়। তদন্ত কর্মকর্তা এসআই শ্যামলেন্দু ঘোষ ২০১৪ সালের ২১ ফেব্রুয়ারি সেন্টু, মিরাজ ও ফজলে শেখকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।
মিরাজ গৌরনদী উপজেলার এবং ফজলে শেখ মাদারীপুরের মোস্তফাপুর ইউনিয়নের সিকি নওহাটা এলাকা বাসিন্দা। ঘটনার পর থেকেই সব আসামি পলাতক ছিলেন। ২০১৪ সালের ২৮ অগাস্ট মাদারীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস তিনজনকে মৃত্যুদণ্ড দেন।
গৌরনদী থানার ওসি আফজাল বলেন, এসআই দেলোয়ার হোসেন ও এএসআই জসিম মিয়া গোপন সংবাদের ভিত্তিতে আসামি সেন্টুকে গ্রেপ্তার করে। তাকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাকি দুই সাজাপ্রাপ্তকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |