বরিশালের আড়িয়াল খাঁ নদী থেকে বিশাল নোঙ্গর উদ্ধার

বরিশালের আড়িয়াল খাঁ নদী থেকে বিশাল নোঙ্গর উদ্ধার

২২ October ২০২৫ Wednesday ৯:৫৫:৪২ PM

Print this E-mail this


নিজস্ব প্রতিনিধি:

বরিশালের আড়িয়াল খাঁ নদী থেকে বিশাল নোঙ্গর উদ্ধার

বরিশালের আড়িয়াল খাঁ নদী থেকে জেলেরা একটি বিশালাকার নোঙ্গর উদ্ধার করেছে। দুই দিনের চেষ্টায় সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের হবিনগর গ্রামের জেলেরা ডুবুরিদের সহায়তায় নোঙ্গরটি উত্তোলন করতে পেরেছেন।

ওই গ্রামের জেলে জসিম উদ্দিন বুধবার বলেন, নদীতে পাঙ্গাস মাছ ধরার জন্য জাল ফেলা হয়। জাল ফেললেই দেখি জাল আটকে যায়। এর আগেও এখানে অনেক জাল নষ্ট হয়েছে। আমরা প্রথমে মনে করেছিলাম, গাছের গুঁড়ি হবে। পরে ডুবুরি এনেছি। প্রথমে একটি গাছের গুঁড়ি উঠানো হয়। পরে দুই দিন মাটি খুঁড়ে পাঁচজন ডুবুরিসহ ৫০-৬০ জন লোক মিলে নোঙ্গরটি তোলা হয়। আমাদের প্রায় ৪০-৫০ হাজার টাকা খরচ হয়েছে।

জেলে জসিম বলছিলেন, আমাদের ধারণা, নোঙ্গরটি অনেক পুরনো। বৃটিশ ও পাকিস্তান আমলে এখানে বড় বড় জাহাজ আসত। এটি লম্বায় প্রায় সাত ফুট। ওজন কত বলতে পারি না।

স্থানীয় কয়েকজন জেলের অনুমান, নোঙ্গরটি দেড় থেকে দুই টন হবে।

স্থানীয় প্রবীণ জেলে সত্তরোর্ধ্ব জামাল পঞ্চায়েত বলেন, তিনি কখনও আড়িয়াল খাঁ নদীতে বড় কার্গো বা জাহাজ দেখেননি। আমার জন্মের আগে নদীতে এটা পড়েছে। ধারণা করি, একশ বছর আগের।”

একই কথা বলেন জেলে ইউসুফ আলীও।

এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হাসান বলেন, এটা রাষ্ট্রীয় সম্পদ। বিআইডব্লিউটিএ-কে অবহিত করা হবে। নিজেও ঘটনাস্থলে যাব। কী করা যায় সেই সিদ্ধান্ত প্রশাসন নেবে।”

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts