বরগুনার হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

বরগুনার হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১১ March ২০২৫ Tuesday ৪:৩০:০৯ PM

Print this E-mail this


বরগুনা প্রতিনিধি:

বরগুনার হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

বরগুনা থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যা মামলার প্রধান আসামিকে পটুয়াখালীর মহিপুর ট্রলার ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে। আটককৃত আসামি একাধিক অপরাধ ও মাদক মামলার আসামি। ঘটনার সত্যতা জানান বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান।

গ্রেপ্তার হওয়া আসামির নাম ছগীর হোসেন। সে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পাতাকাটা গ্রামের মৃত দেলোয়ার হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, চুরি, মাদক ও মারামারির মামলা রয়েছে।

জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি পারিবারিক বিরোধের কারণে বিষ খাইয়ে চাচা আনোয়ার হোসেনকে মারার চেষ্টা করে। চাচা আনোয়ার হোসেন দুই দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় বিষপ্রয়োগের কারণেই মৃত্যু হয়।

চাচার মৃত্যুর দায়ে গত ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ ছগীর হোসেনকে প্রধান অভিযুক্ত করে হত্যা মামলা করা হয়। বরগুনা থানার মামলা নং-১৬, ১৫-২-২০২৫।

মামলার পর থেকেই ছগীর পলাতক থাকায় মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক গোলাম হাফিজ তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে আজ সোমবার বিকেল ২টার সময় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর বিএফডিসি মার্কেটের ট্রলার ঘাটে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

এ বিষয়ে বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, বরগুনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে পটুয়াখালী জেলার মহিপুর ট্রলার ঘাট থেকে ছগীর হোসেনকে গ্রেপ্তার করেছে। গত ১৫ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয় বরগুনা থানায়। এরপর থেকে পলাতাক ছিল আসামী ছগীর।

তার বিরুদ্ধে মাদকসহ অন্যান্য আরও ৭টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে তার আপন চাচা আনোয়ার হোসেন হাওলাদারকে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts