বরগুনার তালতলীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ১২ টি দোকান পুরে ছাই, দেড় কোটি টাকার ক্ষতি

বরগুনার তালতলীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ১২ টি দোকান পুরে ছাই, দেড় কোটি টাকার ক্ষতি

১৫ জুন ২০২১ মঙ্গলবার ৯:৫৬:৪৯ অপরাহ্ন

Print this E-mail this


আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ১২ টি দোকান পুরে ছাই, দেড় কোটি টাকার ক্ষতি

বরগুনার তালতলী উপজেলার কচুপাত্রা বাজারে সোমবার রাত সাড়ে ৯টার সময় এক ভয়াবহ অগ্নিকান্ডে ১২ টি দোকান পুরে ছাই হয়ে গেছে। খবর পেয়ে আমতলী ও কলাপাড়া উপজেলা ফায়ার সার্ভিস স্থানীয় মানুষের সহায়তায় প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন আয়ত্বে আনে। অগ্নিকান্ডে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। অগ্নিকান্ডের খবর পেয়ে রাতেই তালতলী উপজেলা চেয়ারম্যান রেজবি-উল কবির জোমাদ্দার, ইউএনও মো. কাওসার হোসেন ও ওসি কামরুজ্জামান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানাগেছে, উপজেলার কচুপাত্রা বাজারে সোমবার রাত সাড়ে ৯ টার সময় রুহুল আমিন মুন্সির বন্ধ থাকা কসমেটিক্স দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হলে মুহুর্তের মধ্যেই তা একের পর এক দোকানে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এবং পুরতে থাকে ব্যবসায়ীদের তিল তিল করে গড়ে তোলা দোকান পাট। খবর পেয়ে আমতলী ও কলাপাড়া উপজেলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থি হয়ে স্থানীয়দের সহযোগিতায় ২ঘন্টা চেষ্টর পর আগুন আয়ত্বে আসে। ততক্ষনে ওই বাজারের আব্দুল হাই মুন্সি,আলমগীর হাওলাদার,পল্লী চিকিৎসক হাসান মিয়া,মধু মুন্সি, শামীম,কামাল ফকির, রুহুল আমিন মুন্সি, আমির হোসেন,জালাল টেইলার্স, বাপ্পি আকন, মিলন ও কুদ্দুস মেকারের দোকান ঘর মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে অন্তত দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।অগ্নিকান্ডের খবর পেয়ে ওই রাতেই তালতলী উপজেলা চেয়ারম্যান রেজবি-উল কবির জোমাদ্দার,তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওসার হোসেন ও ওসি কামরুজ্জামান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. মিজানুর রহমান ও জালাল আকন বলেন, রুহুল আমিন মুন্সির বন্ধ থাকা কসমেটিক্সের দোকান থেকে আগুন সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পরে। দেুই ঘন্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষনে ওই বাজারের ১২ টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত পান ব্যবসায়ী মো.আলমগীর হাওলাদার বলেন,মোর সব শ্যাষ।হারা জীবনে য্যা কামাই হরছি সব শ্যাষ অইয়্যা গ্যাছে। মোর এ্যাহন পতে বইতে অইবে।

কাপড় ব্যবাসায়ী মধু মন্সি বলেন, “মোর কপাল পুইর‍্যা গ্যাছে। মোর কম হলেও ১৫ লক্ষ টাহার কাপর চোপর পুইর‍্যা গেছে। মোর এহন রাস্তায় বহন ছাড়া কোন উপায় নাই।

আমতলী ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার তামিম হাওলাদার বলেন, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কাওসার হোসেন বলেন,খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থদের তালিকা করে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠিয়েছি। তিনি আরো বলেন, জেলা প্রশাসক ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান করবেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts