বরগুনায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পু*ড়ি*য়ে হ*ত্যাচেষ্টার অভিযোগ

বরগুনায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পু*ড়ি*য়ে হ*ত্যাচেষ্টার অভিযোগ

২৪ March ২০২৫ Monday ১০:১৮:৫৭ PM

Print this E-mail this


বরগুনা প্রতিনিধি:

বরগুনায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পু*ড়ি*য়ে হ*ত্যাচেষ্টার অভিযোগ

বরগুনায় স্ত্রীকে কেরাসিন দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় রোববার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চারজনের বিরুদ্ধে মামলা করেছেন ওই ভুক্তভোগী।

বিচারক জেলা ও জজ লায়লাতুল ফেরদৌস মামলাটি গ্রহণ করে তালতলী থানার ওসিকে এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলেন, তালতলী উপজেলার নিদ্রারচর গ্রামের মো. কামাল হাওলাদারের ছেলে মো. নাসির হাওলাদার (২৮), নাসিরের মা নাছিমা বেগম, বাবা কামাল হাওলাদার ও বোন জেসমিন আক্তার।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ ব্যবসা করার জন্য স্ত্রীর কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করেন নাসির। গৃহবধূ টাকা দিতে অস্বীকার করলে স্বামী ও তার পরিবারের সবাই মিলে তাকে মারধর করে। পরে গৃহবধূর মুখে ও শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করায়। কর্তব্যরত চিকিৎসক গৃহবধূর অবস্থা গুরতর দেখে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পথিমধ্যে গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হলে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান।

ভুক্তভোগী নারী বলেন, ‘আমার ১১ মাসের একটি সন্তান আছে। আমার স্বামী নাসির ও তার পরিবার আমার কাছে তিন লাখ টাকা যৌতুক চায়। আমার স্বামী ব্যবসা করবেন। আমি যৌতুক দিতে না পারায় আমার স্বামী প্রথমে মারধর করে। পরে তার পরিবারের সদস্যরা আমাকে হত্যার জন্য কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে আমার মুখ ও শরীরের কিছু অংশ পুড়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘গত ২২ মার্চ আমি তালতলী থানায় মামলা করতে যাই। থানার ওসি মামলা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেয়।’

তালতলী থানার ওসি বলেন, ‘এ ব্যাপারে তালতলী থানায় কেউ মামলা করতে আসেনি। মামলা করতে আসলে অবশ্যই মামলা নিতাম। তারপরও ট্রাইব্যুনালের আদেশ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts