বরগুনায় শহীদ মিনার প্রাঙ্গণে গরুর হাট

বরগুনায় শহীদ মিনার প্রাঙ্গণে গরুর হাট

৪ June ২০২৫ Wednesday ২:০৭:৪৩ PM

Print this E-mail this

Warning: Trying to access array offset on null in /home/amdrbari/domains/amaderbarisal.com/public_html/wp-content/themes/newsbee/news.php on line 6


বরগুনা প্রতিনিধি:

বরগুনায় শহীদ মিনার প্রাঙ্গণে গরুর হাট

জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বসেছিল গরুর হাট! মঙ্গলবার (৩ জুন) বিকেলে শহরের চাঁচড়া এলাকার শহীদ মিনারের সামনে দেখা যায়, হাটে আসা ক্রেতা-বিক্রেতারা সরাসরি মিনারের বেদিতে উঠে যান। 

অনেকে জুতা-স্যান্ডেল পরে অবস্থান করেন সেখানে, এমনকি বেদিতে বসে পান-সিগারেটও বিক্রি করতে দেখা যায় ভ্রাম্যমাণ দোকানিদের। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ক্রেতা-বিক্রেতাদের সরিয়ে দেওয়া হয়। 

এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন বরগুনার সংস্কৃতিকর্মী ও পরিবেশকর্মীরা। খেলাঘর বরগুনা শাখার চারুকলা বিষয়ক সম্পাদক আরিফুর রহমান বলেন, শহীদ মিনারে জুতা, স্যান্ডেল পরে ওঠা জাতিকে অপমান করার শামিল। বরগুনা পৌরসভার অবহেলার কারণেই এমন ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। ইজারাদারকে আগেভাগেই নিষেধ করলে এই অপ্রীতিকর ঘটনা এড়ানো যেত। 

পশুর হাটের ইজারাদার তহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় একদিনের জন্য শহীদ মিনার মাঠে হাট বসানো হয়েছিল। তবে ভবিষ্যতে আর সেখানে হাট বসানো হবে না। 

এ বিষয়ে বরগুনা পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অনিমেষ বিশ্বাস বলেন, ইজারাদারকে একদিনের জন্য মৌখিক অনুমতি দেওয়া হয়েছিল। শহীদ মিনারের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে জানতে পেরে আমি নিজেই হাটে মাইকিং করিয়ে লোকজন সরিয়ে নিই। 

তিনি আরও জানান, ভবিষ্যতে হাটের জন্য সরকার নির্ধারিত শিশু সদন মাঠ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে সেখানেও সরকারি বিধিনিষেধ থাকায় চাপে পড়েছে পৌর কর্তৃপক্ষ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts