বরগুনায় প্রতিপক্ষের হা*ম*লায় শিক্ষক দম্পতিসহ আ*হ*ত ৩

বরগুনায় প্রতিপক্ষের হা*ম*লায় শিক্ষক দম্পতিসহ আ*হ*ত ৩

৬ July ২০২৫ Sunday ৬:৪৩:৫৮ PM

Print this E-mail this


আমতলী(বরগুনা) প্রতিনিধি:

বরগুনায় প্রতিপক্ষের হা*ম*লায় শিক্ষক দম্পতিসহ আ*হ*ত ৩

বরগুনার আমতলীতে প্রতিপক্ষের হামলায় শিক্ষক দম্পতিসহ ৩ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত ৩ জনকে আসামি করে আমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে- শনিবার সকালে সামসুল আলম তার নিজস্ব ভোগ দখলীয় জমিতে আমের চাড়া রোপন করে বেড়া দিয়ে দেয়। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সামসুল আলমের আপন চাচাতো ভাই আব্দুল কাদের মৌলভির ছেলে আমিনুল ইসলাম খোকা (৪২), হুমায়ুন কবির (৩৫) ও মো: আল
আমিন (৩০) বেড়া ভেঙ্গে ফেলে ও গাছের চাড়া উপড়ে ফেলে। এ সময় সামসুল হক ও তার মেয়ে নিলুফা, জামাতা জাফর মাস্টার বেড়া ভাঙ্গার প্রতিবাদ করলে খোকা, হুমায়ুন ও আল আমিন সামসুল হক, তার মেয়ে ও তার জামাতাকে বাংলা দা, সাবল ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আহতদের প্রথমে আমতলী হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ডা: চিন্ময় হাওলাদার তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই- বাংলা মেডিকলে কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় জড়িত ৩ জনকে আসামি করে শনিবার রাতে আমতলী থানায় জাফর মাস্টার বাদী হয়ে মামলা দায়ের করেন।

আমতলী থানার অফিসার ইন চার্জ মো: আরিফুল ইসলাম বলেন, জাফর মাস্টার একটি মামলা করেছেন, মামলাটি এজাহার হিসেবে নেয়ার প্রক্রিয়া চলছে। তদন্ত পূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে বাংলাদেশ শিক্ষক সমিতি (সেলিম ভূইয়া) আমতলী উপজেলা শাখার আহবায়ক মো: দেলোয়ার হোসেন ও সদস্য সচিব মো: রেজাউল করিম শিক্ষক পরিবারের উপর অন্যায়ভাবে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানান তারা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts