১৯ October ২০২৫ Sunday ১০:৪৯:১৮ PM | ![]() ![]() ![]() ![]() |
বরগুনা প্রতিনিধি:

বরগুনা সদর উপজেলায় এক ব্যবসায়ীর দোকান লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির ছয় নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার সকালে বরগুনার দ্রুতবিচার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরিয়ত উল্লাহ এ আদেশ দেন।
অভিযুক্তরা হলেন- বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের মো. হায়াত মাহমুদ মিল্টন, মো. সোলায়মান কবির, মো. শফিকুল ইসলাম ওরফে জামাল মল্লিক, এমদাদুল হক মিলন, মো. আকতারুল হক এবং মো. শাহজাহান মুন্সী।
মামলার বাদী মোসা. মুন্নীর অভিযোগ, তার স্বামী মো. মনিরুজ্জামান এম বালিয়াতলী ইউনিয়নের মাইঠা ব্রিজস্ট্যান্ডে গত ১৫ বছর যাবত সার, কীটনাশক, বীজ, মোবাইল রিচার্জ ও বিকাশের ব্যবসা করে আসছেন। গত বছরের ৫ আগস্ট রাতে সরকার পতনের পর ওই দোকানে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়, যার ফলে ৪২ লাখ ৬৬ হাজার ৮০০ টাকার ক্ষতি হয়।
এ ঘটনায় বরগুনা সদর থানায় মামলা করতে গেলে ওসি মামলাটি গ্রহণ করে ৯ আসামির বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত করার নির্দেশ দেন। এরপর তদন্তকারী কর্মকর্তা এইচএম মেহেদী আটজন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
এ বিষয়ে বাদী মোসা. মুন্নী জানান, মামলার প্রায় এক বছর দুই মাস পরে আসামি আদালতে হাজির হন এবং জামিনের আবেদন করেন। আদালত প্রিন্স নামের এক আসামিকে জামিন দিলেও বাকি ছয়জনের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী আবদুল ওয়াসিম মতিন জানান, তার মক্কেলরা জামিনে ছিলেন এবং কোনো শর্ত ভঙ্গ করেননি। তিনি উল্লেখ করেন- গত ৫ আগস্টের ঘটনার মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাহারের প্রক্রিয়াধীন। তিনি উচ্চ আদালতে জামিনের আবেদন করবেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |