বরগুনায় দূর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবীতে প্রতিবাদ সমাবেশ 

বরগুনায় দূর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবীতে প্রতিবাদ সমাবেশ 

৬ October ২০২৪ Sunday ৪:৫৮:৩৬ PM

Print this E-mail this


বরগুনা প্রতিনিধি:

বরগুনায় দূর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবীতে প্রতিবাদ সমাবেশ 

বরগুনায় দূর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ সহ বৈধ ভূমি মালিকদের নানাবিধ হয়রানি ও ঘুস বিহীন নিয়মিত খাজনা গ্রহণের দাবীতে বরগুনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  পিজুস চন্দ্র দে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  শুভ্রা দাস সহ দূর্নীতিবাজ সকল কর্মচারীদের অপসারণের দাবী করা হয়েছে।

এ ছাড়াও শত বছরের পুরনো বরগুনা শহরের ভূমি মালিকের কাছ থেকে খাজনা না নিয়ে বরগুনা শহরকে খাশ খতিয়ানে অন্তর্ভুক্ত করার করার অপচেষ্টার প্রতিবাদ জানানো হয়। দ্রুত দাবী মানা না হলে শহরের বাসিন্দারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন।

বৈধ ভূমি রক্ষা আন্দোলন কমিটির আহবায়ক সাংবাদিক মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বরগুনা বন্দর ক্লাবের আহবায়ক শামসুল আলম শানু,  চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি বাবু দিলীপ কর্মকার,  বরগুনা বাস ও মিনিবাস মালিক গ্রপের আহবায়ক মো হারুন অর রশিদ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর রফিকুল ইসলাম টুকু,   বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, দৈনিক সৈকত সংবাদের সম্পাদক জহিরুল হাসান বাদশা, সাবেক চেয়ারম্যান জহিরুল হক পনু,   হার্ডওয়্যার ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক সোহেল পঞ্চায়েত, খেলাঘরের সাধারণ সম্পাদক সাংবাদিক মুশফিক আরিফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মীর নিলয়,  ব্যবসায়ি আলহাজ্ব কালাম হাজী, এন জিয়াউদ্দিন ফারহান,  আবুল কালাম আজাদ হাওলাদার প্রমুখ।  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন বৈধ ভূমি রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব সাংবাদিক রেজাউল ইসলাম টিটু।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts