১ July ২০২৫ Tuesday ১:১৪:৪৭ PM | ![]() ![]() ![]() ![]() |
বরগুনা প্রতিনিধি:

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে আরও বেড়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ৯৩ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৫ জন।
জেলা সিভিল সার্জন দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৭৩ জন, বামনা উপজেলায় ১১ জন, তালতলীতে ছয়জন, পাথরঘাটায় দুজন ও বেতাগীতে একজন। আগের দিন সোমবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ৭৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এ দিন একজনের মৃত্যুও হয়েছে।
বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৭৭বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৭৭ চলতি বছর জেলায় সরকারি ও বেসরকারি হাসপাতাল, বাসাবাড়িতে মোট ২৫ জন ডেঙ্গুতে মারা যান বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে সিভিল সার্জন দপ্তরের হিসাব অনুযায়ী, জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়জন মারা গেছেন।
বরগুনার সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘বরগুনা জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় যারা মারা গেছেন, আমরা শুধু তাঁদের তথ্য রেখেছি।’
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |