২ September ২০২৫ Tuesday ১১:৫১:৩৪ PM | ![]() ![]() ![]() ![]() |
বরগুনা প্রতিনিধি:

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। তার নাম চম্পা বেগম (৩০)। তিনি বরগুনা আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের হরিমৃত্যুঞ্জয় গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫৭ জন আক্রান্ত হয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩৯ জন, বেতাগী উপজেলায় জন ২, বামনা উপজেলায় ৩ জন, পাথরঘাটা উপজেলায় আক্রান্ত হয়েছেন ৯ জন, তালতলী উপজেলায় আক্রান্ত হয়েছেন ১ জন এবং আমতলী উপজেলায় ৩ জন আক্রান্ত হয়েছেন।
এছাড়া জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১১৫ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৬৭ জন, আমতলী উপজেলায় ৪ জন, বামনা উপজেলায় ১৭ জন, পাথরঘাটায় ১৭ জন এবং বেতাগী উপজেলায় ৫ জন এবং তালতলী উপজেলায় ৪ জন চিকিৎসাধীন।
জেলায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮১ জন, আমতলী উপজেলায় আক্রান্ত হয়েছেন ৭৭ জন, বেতাগী উপজেলায় আক্রান্ত হয়েছেন ১১৩ জন, বামনা উপজেলায় আক্রান্ত হয়েছেন ২৫৬ জন, পাথরঘাটা উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪৬৩ জন এবং তালতলী উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৪৭ জন।
অন্যদিকে জেলার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে ৪৪ জনের মধ্যে ৩৬ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ৩ জনের বাড়ি বেতাগী উপজেলায়, ৩ জনের বাড়ি পাথরঘাটা উপজেলায় এবং ১ জনের বাড়ি বামনা উপজেলায় এবং একজনের বাড়ি আমতলী উপজেলায়।
বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, ‘বরগুনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কমলে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে বলে আমাদের ধারণা।’
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের সচেতনতার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ব্যাপক মশক নিধন কার্যক্রম ছাড়া এই পরিস্থিতি সামাল দেয়া সম্ভব নয়।’
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |