বরগুনায় চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

বরগুনায় চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

১২ September ২০২৫ Friday ৯:০২:৩৭ PM

Print this E-mail this


বরগুনা প্রতিনিধি:

বরগুনায় চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

বরগুনায় এক অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা থাকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দুইজন হলেন,‌ সাইফুল এবং হৃদয়। এদের মধ্যে সাইফুল মাদকসেবী ও ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বরগুনার বামনা উপজেলার খোলপটুয়া ইউনিয়নের একটি ডোবা থেকে অটোচালক আজিজুলের গলাকাটা গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানান,  মূলত অটোরিকশাটি ছিনতাই করার জন্যই পূর্ব-পরিকল্পিতভাবে সাইফুল যাত্রীবেশে আজিজুলের রিকশায় ওঠে। এরপর পরিকল্পনা অনুযায়ী ফাঁকা স্থানে দাঁড়িয়ে থাকা হৃদয়ের কাছে যায়। এরপর সাইফুল ও হৃদয় মিলে আজিজুলকে গলাকেটে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় আজিজুলের বাবা ফারুক হোসেন বাদী হয়ে সাইফুল ও হৃদয়কে অভিযুক্ত করে বামনা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts