বরগুনায় একদিনে ডেঙ্গু আক্রান্ত ৯৩ রোগী হাসপাতালে ভর্তি

বরগুনায় একদিনে ডেঙ্গু আক্রান্ত ৯৩ রোগী হাসপাতালে ভর্তি

২৪ June ২০২৫ Tuesday ১০:৪৬:২৬ PM

Print this E-mail this


বরগুনা প্রতিনিধি:

বরগুনায় একদিনে ডেঙ্গু আক্রান্ত ৯৩ রোগী হাসপাতালে ভর্তি

বরগুনায় একদিনে ৯৩ জন আক্রান্ত হয়ে সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়েছে ডেঙ্গু। এর মধ্যে ৮০ জন ভর্তি হয়েছেন বরগুনা সদর হাসপাতালে, অন্যান্য হাসপাতালে ১৩ জন।

মঙ্গলবার বরগুনা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৮০ জন। জেলার বিভিন্ন হাসপাতালে আরও ভর্তি রয়েছেন ১৩ জন। এর মধ্যে আমতলী উপজেলায় ১, বেতগীতে ২, বামনায় ৬ এবং পাথরঘাটায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৪২ জন।

এ বছর জেলায় এখন পর্যন্ত ২ হাজার ৪৯৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২৫৩ জন। এ ছাড়া বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৬ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ১৬ জন। এ নিয়ে বরগুনায় মোট মৃত্যুর সংখ্যা ২২ জন।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, ‘দিন দিন ডেঙ্গু পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এখন জনসাধারণকেই সচেতন হতে হবে, তা না হলে কোনোভাবেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts