বরগুনায় অবৈধ পৌর টোল বন্ধের দাবিতে মালিক-শ্রমিকদের মানববন্ধন

বরগুনায় অবৈধ পৌর টোল বন্ধের দাবিতে মালিক-শ্রমিকদের মানববন্ধন

১৬ April ২০২৫ Wednesday ৪:২২:৫৪ PM

Print this E-mail this


বরগুনা প্রতিনিধি:

বরগুনায় অবৈধ পৌর টোল বন্ধের দাবিতে মালিক-শ্রমিকদের মানববন্ধন

বরগুনা জেলায় ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংক লরি ও অন্যান্য যন্ত্রচালিত যানবাহনের ওপর অবৈধ পৌর টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় বরগুনা টাউন হল চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে বরগুনা জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংক লরি মালিক ও শ্রমিক সমন্বয় কমিটি। 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বরগুনা পৌরসভা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন যানবাহন থেকে অতিরিক্ত টোল আদায় করে আসছে, যার কোনো বৈধ ভিত্তি নেই। এই টোল আদায় পরিবহন খাতে বাড়তি চাপ সৃষ্টি করছে এবং সাধারণ পণ্য পরিবহন ব্যয়ও বেড়ে যাচ্ছে। এতে কৃষক, ব্যবসায়ী ও ভোক্তাসাধারণ প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। 

বক্তারা বলেন, আইনি বৈধতা ছাড়া পৌর কর্তৃপক্ষ যে হারে টোল আদায় করছে তা সম্পূর্ণ অন্যায় ও জনগণের প্রতি চরম অবিচার। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত এই অবৈধ টোল আদায় বন্ধের দাবি জানাচ্ছি। 

বক্তারা আরও বলেন, যদি দাবি মেনে নেওয়া না হয়, তবে ভবিষ্যতে কঠোর আন্দোলন ও কর্মবিরতির মতো কর্মসূচি নিতে বাধ্য হবেন তারা। 

সভাপতি মো. মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, আমরা এই ট্যাক্সের বিরুদ্ধে, এই ট্যাক্স আমাদের জীবন দুর্বিষহ করে তুলেছে। আমরা মালিক-শ্রমিক একত্রিত হয়েছি। এই ট্যাক্স যদি তুলে না নেওয়া হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো। আমরা পৌরসভাকে বলতে চাই এই অবৈধ টোল আমরা মানব না। সড়কে গাড়ি চালানো কঠিন হয়ে গেছে, খরচ বেড়েছে, যন্ত্রপাতির দাম বেড়েছে তার ওপর আবার এই ট্যাক্স! আমরা দাবি জানাই, এই অবৈধ পৌর টোল দ্রুত বন্ধ করতে হবে, নইলে আমাদের আন্দোলন চলবে। 

মানববন্ধনে বক্তব্য দেন বরগুনা সদর ট্রাক, ট্যাংক লরি, ট্রাক্টর, কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতির মো. মোস্তাফিজুর রহমান সোহেল, লাইনম্যান মো. সফিকুল ইসলাম বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান জুলহাস প্রমুখ। 

মানববন্ধনে জেলার বিভিন্ন স্থান থেকে শতাধিক চালক ও শ্রমিক অংশগ্রহণ করেন। তারা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন। এ বিষয়ে বরগুনা পৌরসভার কোনো প্রতিনিধির বক্তব্য পাওয়া যায়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts