১২ September ২০২৫ Friday ১২:৫৫:৪৫ PM | ![]() ![]() ![]() ![]() |
বামনা ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বামনায় উপজেলায় মো. আজিজুল (২২) নামের এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা-বামনা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বামনা উপজেলার খোলপটুয়া ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া গ্রামের ঈদগাহ ময়দান সড়কের পাশের একটি ডোবার কচুরিপানার ভেতর থেকে অর্ধডুবন্ত লাশটি উদ্ধার করা হয়।
নিহত আজিজুল উপজেলার বড় তালেশ্বর গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, ঘটনাস্থলের কাছে একটি চায়ের দোকানে বসা স্থানীয়রা একটি অটোরিকশাকে দ্রুত গতিতে যেতে দেখেন তাদের সন্দেহ হয়। এ সময় ঘটনাস্থল থেকে স্থানীয় একজনের চিৎকারের শব্দ শুনে কয়েকজন ময়দানের সামনের দিকে গিয়ে রাস্তায় রক্ত দেখেন৷ একই সময় একটি মোবাইল ও জুতা পড়ে থাকতে দেখেন। এ সময় পুকুরে লাইট মেরে একজনকে অর্ধ ডুবন্ত অবস্থায় দেখে তারা পুলিশকে জানান। পরে পুলিশ এসে ডোবা থেকে আটো চালকের গলাকাটা লাশ উদ্ধার করে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বাদল মিয়া বলেন, রাতের দিকে তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ পানিতে কিছু ফেলার শব্দ শুনতে পান। এরপর সামনে গিয়ে রাস্তায় রক্ত দেখে চিৎকার দিলে লোকজন ছুটে আসে এবং ডোবার ভেতর লাশ দেখতে পান।
এ বিষয়ে বামনা থানার ওসি হারুন অর রশিদ হাওলাদার জানান, নিহত আজিজুল পেশায় অটোরিকশা চালক। ঘটনাস্থলে তার অটোরিকশা পাওয়া যায়নি। এছাড়া স্থানীয়রা ঘটনার সময়ে একটি অটোরিকশাকে দ্রুত চলে যেতে দেখেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আজিজুলকে হত্যার পর তার অটোরিকশা নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে পাথরঘাটা-বামনা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী বলেন, খুনের রহস্য উদঘাটন ও অপরাধীদের দ্রুত শনাক্ত করতে পুলিশের একাধিক টিম ও নৌবাহিনীর সদস্যরা কাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |