বরগুনায় অগ্নিকাণ্ডে ১৬ দোকান পুড়ে ছাই 

বরগুনায় অগ্নিকাণ্ডে ১৬ দোকান পুড়ে ছাই 

২১ January ২০২৫ Tuesday ২:১৮:১২ PM

Print this E-mail this


আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনায় অগ্নিকাণ্ডে ১৬ দোকান পুড়ে ছাই 

বরগুনার আমতলীর গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানি বাজারে অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে গেছে। এতে দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) আমতলী উপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সেপেক্টর মো. হানিফ বাংলানিউজকে জানান, সোমবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। তবে এর আগেই আগুনে ১৬ টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।  

স্থানীয়দের সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানি বাজারে সোমবার রাত দেড়টার সময় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেল্লালের চায়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। 

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সরকারি ভাবে সহায়তার আশ্বাস দিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts